জাতীয়

মেহেদীর রঙ না মুছতেই বিধবা জান্নাত

  অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৪ , ১:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ

চার মাস আগে বরিশালের বানারীপাড়ার রাকিবের (২১) সঙ্গে বিয়ে হয় বরগুনার আমতলীর জান্নাতের (১৮)। নারায়নগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মী রাকিবকে নিয়ে ভাড়া বাসায় ‘স্বর্গসুখের ঘর’ বেধে ছিলেন মা-বাবা হারা ইয়াতিম জান্নাত

তার দু’হাতের বিয়ের মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই সব আশা -স্বপ্ন চুরমার হয়ে বিধবা হয়ে গেলো সে।গত ২১ জুলাই সকালে জান্নাতের স্বামী রাকিব ফতুল্লার পোস্ট অফিস এলাকার বাজার করতে বেরিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। ওইদিন দুপুরে ফতুল্লার খানপুর হাসপাতালে গিয়ে ছেলে রাকিবের লাশ শনাক্ত করেন বাবা মোশারেফ হোসেন। রাতেই বানারীপাড়ার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ। ২২ জুলাই সকাল ১০টায় বাড়ির উঠানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত