প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ২:৩৪:১১ প্রিন্ট সংস্করণ
গৃহবধু কে অপহরনের পর জোরপূর্বক ধর্ষণ; প্রধান আসামী সত্য চন্দ্র কে নাটোরের সুলতানপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিসি-২ এর চৌকস অপারেশনাল দল ০২ এপ্রিল ২০২৪ ইং তারিখ ১৯৫০ ঘটিকায় অপহরণকারী ও ধর্ষক শ্রী শান্ত চন্দ্র পাহান (২৩), পিতা-নির্মন চন্দ্র পাহান, সাং-বড়তাজপুর (পাহানপাড়া), থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, জনৈকা কবিতা রানী কে গত ৩১/০১/২০২৪ ইং তারিখ ১৯৩০ তারিখ নিজ কক্ষে একা অবস্থানকালীন সময় প্রয়শই অশ্লিল আচরণ ও কুপস্তাবকারী শ্রী শান্ত চন্দ্র পাহান পূর্ব হতে ওৎ পেতে থাকা অজ্ঞাত সহযোগীসহ ধারালো চাকু দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে মোটর সাইকেলেযোগে অপহরণ করতঃ জোরপূর্বক রাতভর ধর্ষণ করে।
পরবর্তীতে জনৈকা কবিতা রানী কে তার পরিবার অনেক খোজাখুজির পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ধর্ষক শান্ত চন্দ্র পাহান এর বাড়ী থেকে অসুস্থ অবস্থায় কবিতা রানী কে উদ্ধার করে। পরবর্তীতে কবিতা রানীর পরিবার বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ আদালতে কোর্ট পিটিশন দায়ের করেন।
জয়পুরহাট বিজ্ঞ আদালতে কোর্ট পিটিশন দায়ের পর র্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল অপহরনকারী ও ধর্ষক শ্রী শান্ত চন্দ্র পাহান কে নাটোর জেলার সুলতানপুর এলাকা হতে কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।