জাতীয়

গুজব ছড়ালে সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী পলকের

  অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৪ , ৩:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ

গুজব ছড়ালে সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী পলকের

ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘গুজব ছড়ানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৭ জুলাই) সাইবার-নিরাপত্তা বাড়ানোর জন্য বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা, কৌশল এবং ভবিষ্যত দিক-নির্দেশনা নিয়ে “সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম: বাংলাদেশ’স পাথ ফরওয়ার্ড” বিষয়ক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে একথা বলেন তিনি।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইইউ প্রতিনিধি টিম এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সেমিনারের।

তিনি বলেন, দেশভেদে, দলভেদে প্রাইভেসি পলিসি নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে ফেসবুক, আর তাতেই ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে গুজব।“যারা এসব সোশাল মিডিয়াতে সক্রিয় আছেন, আপনারা সতর্ক থাকবেন। কোনো কিছু যাচাই না করে আপনারা বিশ্বাস করবেন না। হয়ত একটা পুরনো ছবি দিয়ে, এআই টুল ব্যবহার করে একটা ভিডিও দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার অপতৎপরতা চালানো হচ্ছে। ”

বাংলাদেশের নাগরিকদের তথ্য উপাত্ত যেন বাংলাদেশের মাটিতেই থাকে সে বিষয়ে নজর দেওয়া হবে জানিয়ে পলক বলেন, “আমার আপনার তথ্য আমাদের অজান্তেই তারা ব্যবহার করছে ব্যবসার বৃদ্ধির জন্য।”

তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের  ধৈর্যের সঙ্গে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের ব্যপারে সাবধান থাকতে বলেন।

আরও খবর

                   

সম্পর্কিত