অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৪ , ১:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই, বরং রাজাকারদের প্রেতাত্মারা আছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ‘পাশবিক ও দানবীয়’ আক্রমণে ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।এখানে যারা আছে তারা রাজাকারের প্রেতাত্মা। এসময় সবাইকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
সাদ্দাম বলেন, একটি চক্র আন্দোলনকারীদের গিনিপিগ বানিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এই সমস্যা তাৎক্ষণিক সমাধান হয়েছে। তাই তাদের চালে না পড়ার আহ্বান জানান তিনি।
সাদ্দাম বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতাকে বিকৃত করা হয়েছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমরা ধিক্কার জানাই বিকৃত করে প্রচার করার। আমরা বলতে চাই, ছাত্রলীগের ইস্পাতদৃঢ় লড়াইয়ের ইতিহাস ভুলে যাবেন না। আমরা অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন।’’ শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।