অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৪ , ১১:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনকারীদের এক মাস তথা আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন আলোচিত এ আইনজীবী বলেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাব।তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝেন না যে, কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানছেন। এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বোঝেন, তারা কখনও এ ধরনের ঘটনায় জড়াবেন না।
তিনি বলেন, বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেন একটা মাস অপেক্ষা করেন।