অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তারিখ গ্রেফতার ১০

  Ockotwali Mymensingh ৩ এপ্রিল ২০২৪ , ১১:০১:০২ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তারিখ গ্রেফতার ১০
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তারিখ গ্রেফতার ১০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১০

জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া

মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। জনি (২৫), পিতা-মজিবর রহমান, মাতা-রাশেদা
বেগম, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আঃ রহমান দূর্জয় @ হৃদয় (২৪), পিতা-রুবেল,
সাং-কালিবাড়ী, ২। মোঃ রোকন উদ্দিন রকি (২৬), পিতা-আঃ মালেক, সাং-০২নং মধুবাবু গলি স্টেশন রোড ৩।
শরিফুল ইসলাম (৪২), পিতামৃত-আঃ কুদ্দুস, সাং-পাগুদাম ব্রীজ মোড়, ৪। সম্পা ইসলাম (২৬), স্বামী- আঃ রহমান
দূর্জয় @ হৃদয়, ৫। রুমা (২৩), স্বামী-মোঃ রোকন উদ্দিন রকি, সাং-০২নং মধুবাবু গলি স্টেশন রোড, সর্ব থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মোঃ মোতালেব, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ রাকিব(১৯), পিতা: মোঃ জাহিদ, সাং:
বলাশপুর আবাসন (নদীর পাড়), থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে হকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া অন্যান্য চেষ্টা মামলার আসামী ১। রতন মিয়া (৩৮), পিতামৃত-আঃ রহমান, সাং-চর
ঈশ^রদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এএসআই(নিঃ) আয়েছ মিয়া, ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা
করিয়া ০২ টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। জুয়েল @ টুপু, পিতা- মানিক মিয়া, সাং- কাচিঝুলী ইটাখলা রোড, থানা- কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ।
২। মোঃ মাহবুব (৪৫), পিতা-মৃতঃ আতাব উদ্দিন, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা
–ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত