সারাদেশ

পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা

  রাঙামাটি প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ১১:০৬:২৭ প্রিন্ট সংস্করণ

পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা
পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুলাই ) দুপুরে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড মডেল টাউন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার কতৃক ভ্রাম‌্যমাণ আদলত পরিচালনা করে এ জ‌রিমানা ক‌রেন।

রাঙামাটি ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে ভ্রাম‌্যমাণ আদলত পরিচালনা করে মোঃ হারুন নামের এক ব্যক্তি থেকে ৫০ হাজার টাকা এবং শান্তি বিকাশ চাকমা নামে অপর ব্যক্তি থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে। সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট দুই জন থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

                   

সম্পর্কিত