জাতীয়

রাজপথে আন্দোলন করে কোটা সমস্যা নিরসন হবে না: আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক ১০ জুলাই ২০২৪ , ৫:৫০:৫৪ প্রিন্ট সংস্করণ

রাজপথে আন্দোলন করে কোটা সমস্যা নিরসন হবে না: আইনমন্ত্রী
রাজপথে আন্দোলন করে কোটা সমস্যা নিরসন হবে না: আইনমন্ত্রী

আজ বুধবার সকালে আপিল বিভাগ সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায়ের উপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।
বুধবার (১০ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা আদালতের বিষয়। রাজপথে আন্দোলন করে দাবি আদায় হবে না।

আপিল বিভাগ স্থিতাবস্থা দিলেও উচ্চ আদালতে যৌক্তিক ও ন্যায্য বিচার পাবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন দেশে গণতন্ত্র আছে বলে শিক্ষার্থীরা আদালতে যেতে পেরেছে তাদের দাবি নিয়ে। আদালতে তারা যৌক্তিক ও ন্যায্য বিচার পাবে বলে আশা করছি।
এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আবেদন করেন।

আরও খবর

                   

সম্পর্কিত