জাতীয়

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল: আপিল বিভাগের স্থগিতাদেশ

  সকালের দুনিয়া ডেস্ক ১০ জুলাই ২০২৪ , ১:১১:২৩ প্রিন্ট সংস্করণ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল: আপিল বিভাগের স্থগিতাদেশ
হাইকোর্ট ছবি সংগৃহিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুটি আপিলের শুনানি চলাকালীন এই আদেশ দেয়। পরবর্তী শুনানির তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সরকারি চাকরির নবম থেকে ত্রয়োদশ গ্রেডে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা বাতিলের ২০১৮ সালের সরকারি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে।

মুক্তিযোদ্ধা সন্তানদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়, যা সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পথ সুগম করে।

আপিল বিভাগ শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে ৫ জুন ঘোষিত হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলে। ৪ জুন আপিল বিভাগ ‘আপাতত’ হাইকোর্টের রায় বহাল রাখে।

এদিকে, ৯ জুলাই আবেদনকারী পক্ষ নতুন আইনজীবী নিয়োগ করে শুনানির আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম আজ ১০ জুলাই শুনানির দিন ধার্য করেছিলেন।

আরও খবর

                   

সম্পর্কিত