প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ৩:২৭:৪২ প্রিন্ট সংস্করণ
এই রায়ের ফলে দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে এখন আর কোনো বাধা নেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ২০১৯ সালের আদেশ হাইকোর্ট স্থগিত করেছে।
বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই আদেশ প্রদান করেন।বুয়েট প্রশাসনের নোটিশ স্থগিত করার পাশাপাশি নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না – এ মর্মে একটি রুলও জারি করেছেন আদালত।এই রায়ের ফলে দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে এখন আর কোনো বাধা নেই।
২০১৯ সালের ছাত্র আবরার ফাহাদ নিহত হওয়ার ঘটনার পর বুয়েট প্রশাসনের ‘জরুরি নোটিশের’ মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল।
বুয়েটের ছাত্র ইমতিয়াজ হোসেন রহিম প্রশাসনের ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।