সকালের দুনিয়া ডেস্ক ২ জুলাই ২০২৪ , ১:০০:৫৮ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের প্রাণনাশের হুমকির ঘটনা শুনিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রধানমন্ত্রী তার কাছ থেকে ঘটনাটি শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজেই বিষয়টি জানিয়েছেন ব্যারিস্টার সুমন। ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে।অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।’’
জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২৯ জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যারিস্টার সুমন।