সারাদেশ

যশোরের বাঘারপাড়ায় সড়কে বাস খাদে পড়ে আহত ৩০

  যশোর প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ১১:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় সড়কে বাস খাদে পড়ে আহত ৩০
যশোরের বাঘারপাড়ায় সড়কে বাস খাদে পড়ে আহত ৩০

যশোরের বাঘারপাড়ায় দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অনন্ত ৩০ জন আহত হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও তুলারামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন ।

স্থানীয়রা জানান , সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ক-১৫৮৩৮৩ যমুনা লাইনের একটি বাস  বেপরোয়া গতিতে চলার সময় করিমপুর ঈদগাহ সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় ২৫ থেকে ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রী আব্দুল গফুর জানান, চালকের বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আহত আরেক যাত্রী রহিমা বেগম জানান, কিভাবে যেন হঠাৎ করেই গাড়ি খাদের দিকে ধাবিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের কোনো ঘটনা ঘটেনি। কমবেশি আহতদের যশোর নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত