সারাদেশ

ময়মনসিংহে লাইসেন্স ছাড়াই চলছে অবৈধ ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বানিজ্য

  স্টাফ রিপোর্টার :MD Hafiz ১ এপ্রিল ২০২৪ , ২:২৬:১৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে লাইসেন্স ছাড়াই চলছে অবৈধ ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বানিজ্য
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে লাইসেন্স ছাড়াই চলছে অবৈধ ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বানিজ্য

ময়মনসিংহ শহরের  চরপাড়া,ব্রাম্মপল্লী,বাঘমারা,চামড়াগুদাম,ও মাসকান্দাসহ বিভিন্ন এলাকায় সরকারের কোন অনুমতি বা অনুমোদন ছাড়াই ব্যাংঙের ছাতার মতো গড়ে উঠছে অগনিত ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।এগুলো চিকিৎসা সেবার নামে নিরিহ মানুষের কাছ থেকে রক্তচোষা প্রাণী ও হায়েনার ন্যায় নিষ্ঠুর হয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ কড়ি

অবৈধ সব ক্লিনিক গুলো হচ্ছে মানুষের চিকিৎসা নামের মরণ ফাঁদ।মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে দুই-চারটির কাছ থেকে জরিমানা আদায় করা হলেও এদের অবৈধ কার্যক্রম চলছেই।অভিযোগ রয়েছে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর সাথে এদের লেনাদেনার সম্পর্ক রয়েছে।

অবৈধভাবে পরিচালনাকারী ক্লিনিক, ডাগায়নোস্টিক সেন্টার ও হাসপাতালের লোকজনের অনেকে দম্ভোক্তি করে বলে প্রশাসন ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেই ব্যবসা করছি। 

আরও খবর

                   

সম্পর্কিত