জাতীয়

বিএসএফের ককটেল নিক্ষেপে এক বাংলাদেশী আহত

  লালমনিরহাট প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ৩:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ

বিএসএফের ককটেল নিক্ষেপে এক বাংলাদেশী আহত
সংগৃহিত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে।

BSF | BSF obstructs agricultural works in border areas, two MLAs lodge complain to Mamata Banerjee dgtl - Anandabazar

আজ ২৮জুন (শুক্রবার) ভোরে উপজেলার জাওরানী এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল ইসলাম(১৮) ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে বাংলাদেশের একদল গরু ব্যবসায়ী জেলার হাতীবান্ধা উপজেলার  জাওরানী সীমান্তের ৯০৯ নং সীমানা পিলারের কাছে ঘোরাফেরা করতে থাকে। এসময় ভারতের গোমুখ ক্যাম্পের টহলদলের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেলের আঘাতে আসাদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা তাকে চিকিৎসার জন্য অজ্ঞাত স্থানে ভর্তি করে।

লালমনিরহাট ১৫বিজিবি সূত্রে জানা যায়, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত