অনলাইন ডেস্ক ২৭ জুন ২০২৪ , ১:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ
শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, মানসম্মত শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪’ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে এখন থেকেই প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে সে লক্ষ্য আমরা প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করার প্রস্তুতি নিচ্ছি।
আওয়ামী লীগ সরকারের সময়ে নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, গত ১৫ বছরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকদের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
এসময় তিনি প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা তৈরিতে কাজ করছে সরকার বলেও জানান।