সারাদেশ

যশোরের বিদায়ী পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  যশোর প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ৯:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ

যশোরের বিদায়ী পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
যশোরের বিদায়ী পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

যশোরের সাংবাদিকদের পেশাগত মানের ভূয়সী প্রশংসা করেছেন বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এমন প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, আইনশৃংখলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। উভয় পেশার মানুষ দেশ ও সমাজের জন্য কাজ করেন। সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন। যশোরে দায়িত্ব পালনকালে তিন বছর ৫ মাসে আইনশৃংখলা সংক্রান্ত সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিকদের দিবারাত্রি, খরা, রোদ ও বৃষ্টির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। এজন্য পুলিশ এবং সাংবাদিকদের সম্পর্কটা হয় বা হওয়া উচিত নিবিড়। পুলিশ থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিজ নিজ জায়গা থেকে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কারণ, কোনো রকম দুর্নীতি বা অনিয়ম করলে সংবাদপত্রে লেখালেখি হয়। আমিও আমার পেশাগত জায়গা থেকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করেছি।
পুলিশ সুপার আরও বলেন, যশোরে কাজ করার সময় এখানকার সংবাদকর্মীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আমি এর আগে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছি। তবে আমার কাছে মনে হয়েছে; যশোরের সাংবাদকর্মীদের পেশাগত মান অনেক ভালো।
তিনি বলেন, যশোরের সাংবাদিক ভাইদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সুন্দর যশোর গড়তে সহায়তা করবে। নবাগত পুলিশ সুপারকেও বিষয়টি জানানোর চেষ্টা করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ম্পন্দনের মফস্বল সম্পাদক মনোতোষ বসু। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ফিরোজ কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে বদলি হয়েছেন। মাদারীপুর জেলার পুলিশ সুপার মাসুদ আলম যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদানের অনুমোদন পেয়েছেন। আগামী ৩০ জুন নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করবেন।

আরও খবর

                   

সম্পর্কিত