বিশ্বনাথ সরকার ২৬ জুন ২০২৪ , ৯:৩২:২১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের টাপুর চর ষ্টিল ব্রীজ (টানা ব্রীজ)থেকে নামার সময় রোড এক্সিডেন্ট করে অটো গাড়ী ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়ে একজন নিহত ও একজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টার দিকে টাপুর চর ষ্টিল ব্রীজ (টানা ব্রীজ)থেকে ইজিবাইকটি নামার সময় একটি অটোগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বেঁধে
অটোগাড়ি থেকে খাদে পড়ে গিয়ে গাড়ির যাত্রী মোঃ জহুরুল ইসলাম( ৩৮) পিতা মোঃ আবুল কাশেম গ্রাম-পুড়ার চর মৃত্যু বরণ করেন এবং তাৎক্ষণিকভাবে গাড়ির ড্রাইভার আহত ফরমান আলীকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে অন্যত্র রেফার্ড করেন। জানা যায় বর্তমান গুরুতর আহত ফরমান আলী ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।