জাতীয়

নতুন এসপি পেল ১৪ জেলা

  অনলাইন ডেস্ক ২৪ জুন ২০২৪ , ১২:২৬:১১ প্রিন্ট সংস্করণ

নতুন এসপি পেল ১৪ জেলা
বাংলাদেশ পুলিশ লগো (ছবি সংগৃহিত)

দেশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

পুলিশ সুপার সমমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জেলাগুলো হলো- বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ, রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী ও বরগুনা।

পুলিশ সুপার সমমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত