জাতীয়

কমলাপুর স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

  অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৪ , ৩:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

কমলাপুর স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। (ছবি সংগৃহিত)

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে মন্ত্রী রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তিনি স্টেশন ম্যানেজার মাসুদের চিকিৎসার খোঁজ-খবর নেন, ডাক্তারের সঙ্গে কথা বলেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রাকে সফল করার জন্য উনার কর্মতৎপরতার ছিল প্রশংসনীয় এবং আশা করছি খুব দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ম্যানেজারের শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রী বলেন, ‘উনার অবস্থা আগের চেয়ে ভালো। আমার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেকোনো প্রয়োজনে তার পাশে আছি।

আরও খবর

                   

সম্পর্কিত