জাতীয়

হাসপাতালে খালেদা জিয়া

  অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৪ , ১০:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

হাসপাতালে খালেদা জিয়া

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

এক বিবৃতিতে, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেসময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর ২ মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত