অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৪ , ১২:২২:১৭ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সাল থেকে কম খরচে পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।
ট্রেনটির ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০ গরু রয়েছে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অর্থাৎ একটি গরু রাজধানীতে যেতে খরচ ৫০০ টাকা করে।
আগে এক ট্রাক গরু ঢাহায় (ঢাকায়) নিয়্যা গেলে খরচ হইতো ২২ থেকে ২৩ হাজার টাকা। এহন মাত্র ৮ হাজার টাকায় ১৬ ডা গরু নিয়ে যাইতাছি। এতে গরু বেচে আঙগোরে (আমাদের) লাভের সম্ভাবনা আছে। নিরাপদে আমরা ঢাহায় (ঢাকায়) পৌঁছাইতে পারমু। আমি আগের বারও ট্রেনের ওয়াগন ভাড়া করে এভাবে রাজধানীতে গরু নিছিলাম। এবারও ট্রেনেই গরু নিয়ে যাইতাছি।’ জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের একটি ওয়াগনে গরু ওঠানোর সময় কথাগুলো বলছিলেন ব্যবসায়ী আকরাম আলী।
রেলওয়ের এমন সেবা চালু থাকায় আনন্দ প্রকাশ করেন তিনি।
ব্যবসায়ীরা আরও বলেন, খরচ কমানোর পাশাপাশি যানজটমুক্ত নিরাপদ পরিবেশে গরু নিয়ে রাজধানীতে যাওয়া যাচ্ছে, এটা অনেক ভালো ব্যাপার।
ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া বলেন, ইসলামপুর থেকে ঢাকা পর্যন্ত পশু পরিবহনে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়াও এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার পাশাপাশি রাজধানী ঢাকা থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে যায়। দ্বিতীয় ট্রেনটি ছেড়ে রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দেওয়ানগঞ্জ সার্কেলের অফিসার ইনচার্জ হাসান মাহমুদ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আমাদের সদস্যরা সব সময় তৎপর রয়েছে। রেল যাতায়াতে কোনো রকম বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।