প্রচ্ছদ

রাঙামাটিতে ৪০টি মাচাং ঘরসহ ৬৮০টি ঘর উপহার পেল ভূমি ও গৃহহীন পরিবার

  রাঙামাটি প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ১০:৪২:০৫ প্রিন্ট সংস্করণ

রাঙামাটিতে ৪০টি মাচাং ঘরসহ ৬৮০টি ঘর উপহার পেল ভূমি ও গৃহহীন পরিবার
সংগৃহিত ছবি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এর প্রকল্পের ৫ম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি জেলার ৯টি উপজেলায় আরোও ৬৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলায় ৫টি ধাপে এই পর্যন্ত ৩০৯০টি ভূমিহীন হতদরিদ্র পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ১৮ হাজার গৃহ ও ভূমিহীন পরিবারদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর উদ্ভোধন করেন। এর পর পরেই রাঙ্গামাটিতে ৫ম পর্যায়ের ২য় ধাপে নয় উপজেলার মধ্যে সদর উপজেলায় ০৪টি, কাপ্তাইয়ে ৪০টি, কাউখালীতে ১৩টি, রাজস্থলীতে ২৫টি, বরকলে ৩৫টি, বিলাইছড়িতে ১১টি, বাঘাইছড়িতে ৪২২টি, লংগদুতে ১২৬টি এবং নানিয়ারচর উপজেলায় ০৪টি’সহ মোট ৬৮০টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট স্ব-স্ব উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

এর মধ্যে কাপ্তাই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাহাড়িদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে মাচাং ঘর হস্তান্তর করা হয়। কাপ্তাই উপজেলাধীন ৩ টি ইউপি এলাকাধীন রাইখালী মৌজায় ১০ টি, নারানগিরি মৌজায় ১২ টি চিৎমরম মৌজায় ১৪ টি ও পেকুয়া মৌজায় ৪ টি সহ এই ৪০ টি মাচাং ঘর হতদরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা।
মঙ্গলবার (১১ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সকল মাচাং ঘরের চাবি হস্তান্তর করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক জানিয়েছেন, মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকার কর্তৃক গৃহায়ন কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত রাঙ্গামাটি জেলায় বসবাসরত ৩০৯০টি ভূমিহীন হতদরিদ্র পরিবারকে ৫টি ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

আরও খবর

                   

সম্পর্কিত