সিলেট প্রতিনিধি: সাইফুল ইসলাম ১১ জুন ২০২৪ , ৮:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ
নগরীর মেজরটিলায় পাহাড় ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু ঘটেছে।পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন আগা করিম উদ্দিন(৩০) তার স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তানিম (২)।
সোমবার বেলা ১টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার ভোর ৬টায় নগরীর মেজরটিলা চামেলিবাগ এলাকায় টিলা ধসে তারা মাটির নিচে চাপা পড়েন।
সকালে থেকে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্ধাকারী দলের সাথে চাপা পড়াদের উদ্ধার কাজে যুক্ত হয়েছিল সেনাবাহিনী। অবশেষে তাদেরে যৌথ প্রচেষ্ঠায় তিন জনের লাশ উদ্ধার করা হয়।
মেজরটিলায় টিলা ধসে মাটিচাপা পড়েছেন একই পরিবারের ৩ জন।