প্রচ্ছদ

সিলেট মানিকপীর টিলায় এক যুবক খুন

  সিলেট প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ৮:২৮:০৮ প্রিন্ট সংস্করণ

সিলেট মানিকপীর টিলায় এক যুবক খুন

সিলেট নগরীর মানিকপীরের টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিংয়ের পাশে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

This image has an empty alt attribute; its file name is f01853033369567218cc4050c03cd8ab8e7db42744c6d272.jpg


তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। নিহত তরুণের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে ধারণা করা যাচ্ছে। এসময় নিহতের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি ও পাঠাও কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকপির টিলা কবরস্থানের এক নিরাপত্তা কর্মী জানান, ‘উপর থেকে হঠাৎ এক বয়স্ক লোক তাদের জানান, উপরে একটি লাশ পড়ে আছে, পরে তারা অফিসের লোকদের জানান এবং ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। আশপাশের লোকজন তাদের জানিয়েছেন দুই যুবকের মারামারিতে তার মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া যুবকের লাশ মানিকপীর কবরস্থানের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। নিহতের বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, কুরিয়ার সার্ভিসের প্যাকেটর সূত্র ধরে নিহত এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত