প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৮:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে কোরবানির পশু বিক্রির সবচেয়ে বড় হাট মহানগরীর সিটি গরুর হাট। সিটি হাটে সপ্তাহের প্রথম হাটে প্রতি বছরের ন্যায় এবারও কেনাবেচা জমজমাট করতে প্রস্তুতি নিয়েছিলেন ইজারাদাররা। পশুও উঠেছিলো প্রত্যাশা অনুযায়ী। ক্রেতারা বলছেন, গরুর দাম চড়া। মোটেও ছাড় দিচ্ছেন না বিক্রেতারা। গরুর দাম লাখের উপরে উঠছে। শেষ দিকে হয়তো দাম কিছুটা কমবে। ফলে তারা আরও সময় নিবেন গরু কিনতে।
ব্যবসায়ী ও ইজারাদাররা বলেন, এ হাটের মূল ক্রেতাই হলো বাইরের বড় ক্রেতারা। যারা বড় বড় গাড়ি করে গরু কিনে নিয়ে যায়। কিন্তু এবার বড় ব্যবসায়ীরা আসেননি। এ কারণে বেচাবিক্রি জমেনি।
তারা আরও জানান, এবার গরুর দাম বেশি। এক লাখের নিচে কোরবানিযোগ্য গরু যেটিকে ‘‘দাঁতা গরু’’ বলে সেটি এবার মিলবে না।