জাতীয়

ময়মনসিংহে প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে সংবর্ধনা 

  মোহাম্মদ আলী  ১ জুন ২০২৪ , ৮:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে সংবর্ধনা 
ময়মনসিংহে প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে সংবর্ধনা 

ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির আয়োজনে গতকাল  শনিবার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট  মোঃ ফজলুল হক। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট  আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, মাননীয় প্রধান বিচারপতির স্ত্রী মোছা নাহিদা খানম, হাইকোর্ট ডিভিশনের রেজিস্ট্রার মোঃ মসিউর রহমান, ময়মনসিংহ জেলা ও দায়রা জর্জ মমতাজ পারভীন, ঢাকা হাইকোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট  মনজুরুল হক, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, সিনিয়র আইনজীবি ও সাবেক এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন, সিনিয়র এডভোকেট   জালাল উদ্দীন, অ্যাডভোকেট  এইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভপতি অ্যাডভোকেট মোঃ জহিরুল হক খোকা।

সার্বিক দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ এমদাদুল হক।

এছাড়াও নেএকোনা, জামালপুর, ও শেরপুর জেলা ও দায়রা জর্জ গন ও আইনজীবি সমিতির বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তার বক্তব্যে বিচারিক বিষয় ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে মূল্যবান বক্তৃতা প্রদান করেন।

আরও খবর

                   

সম্পর্কিত