প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ১০:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে।
বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে।
এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। রাষ্ট্রীয় সংস্থাটি সোমবার আবহাওয়ার ১৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।