অর্থনীতি

২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

  প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৭:৪৪:৪২ প্রিন্ট সংস্করণ

২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।রোববার (১৯ মে) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী কিনে নেন।

পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

মৎস্য ব্যবসায়ী মো. সোলায়মান বলেন, ভোল মাছটি তিনি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। ওখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা হবে।

চৈত্রের শুরুতেই বাজারে এল রূপোলি ফসল, কলকাতায় কত দামে বিকোচ্ছে ইলিশ?

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের (পেটের ভেতরে পটকাসদৃশ বস্তুর) চাহিদা অনেক বেশি। বিদেশিরা উন্নত মানের জুস তৈরিতে ভোল মাছ ব্যবহার করেন। তিনি আরও বলেন, ভোল মাছ মূলত বিদেশে রপ্তানি হয়ে থাকে। যার কারণে এ মাছের দাম খুব বেশি। বিদেশে এ মাছের উপকরণ দিয়ে সার্জিক্যাল অপারেশনের সুতা, প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এ মাছের চাহিদা খুব বেশি।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, ভোল মাছ বিদেশে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাই মাছটির দাম সব সময়ই বেশি।

আরও খবর

                   

সম্পর্কিত