জাতীয়

মিরপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

  প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ১১:৫১:৫৬ প্রিন্ট সংস্করণ

মিরপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেছেন চালকরা। রোববার (১৯ মে) সকালে চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ করার কারণে মিরপুর এলাকায় যান চলাচল ব্যহত হচ্ছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্তিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হচ্ছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের (অটোরিকশাচালক) রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে

আরও খবর

                   

সম্পর্কিত