জাতীয়

সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে হচ্ছে বাংলাদেশকে

  প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৯:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ

সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে হচ্ছে বাংলাদেশকে
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে অবস্থান করা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

এতে কি সঙ্কট বাড়বে? রোহিঙ্গা প্রত্যাবাসনে কি এর কোন প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এতে সংকট বাড়তে পারে৷ সৌদি আরব চাপ দিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে৷ ২০১০ সাল থেকে তারা মূলত এই পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিচ্ছে ৷

বিষয়টি জানতে সম্প্রতি ঢাকা সফরে আসেন সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল-দাউদের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

রবিবার (১২ মে) এই প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে। বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট দ্রুত নবায়নের জন্য চাপ দেওয়া হয়। এক পর্যায়ে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত মেনে নেয়।

২০১০ সাল থেকেই রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব। করোনাভাইরাসের আগে তারা ৫৪,০০০ রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার জন্য বলেছিল। এখন তারা বলছে ৬৯,০০০।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সাংবাদিকদের বলেন, ‘বহু বছর আগে কিছু রোহিঙ্গা সৌদি আরব যায়। সঠিক সংখ্যাটি আমাদের অজানা। সৌদি পক্ষ আমাদের জানিয়েছে, এই সংখ্যা ৬৯ হাজার। কিছু কম বেশি হতে পারে। সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে। এই বিষয়ে সৌদি আরবের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের বিষয়ে আমরা কোথাও ধীরগতিতে এগোচ্ছি কিনা, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা বা কোনো ফাঁকফোকর আছে কিনা, তা দেখতে তিনি (সৌদি উপমন্ত্রী) এসেছেন। পাসপোর্টের তথ্য অপরিবর্তিত রেখে সেগুলো নবায়ন করা হবে।’সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার দায়িত্ব কেন বাংলাদেশ নেবে? এস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সাংবাদিকদের বলেন, ‘বহু বছর আগে কিছু রোহিঙ্গা সৌদি আরব যায়। সঠিক সংখ্যাটি আমাদের অজানা। সৌদি পক্ষ আমাদের জানিয়েছে, এই সংখ্যা ৬৯ হাজার। কিছু কম বেশি হতে পারে। সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে। এই বিষয়ে সৌদি আরবের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের বিষয়ে আমরা কোথাও ধীরগতিতে এগোচ্ছি কিনা, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা বা কোনো ফাঁকফোকর আছে কিনা, তা দেখতে তিনি (সৌদি উপমন্ত্রী) এসেছেন। পাসপোর্টের তথ্য অপরিবর্তিত রেখে সেগুলো নবায়ন করা হবে।’সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার দায়িত্ব কেন বাংলাদেশ নেবে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তাহলে কিভাবে থাকবে? সে জন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সে জন্য তারা আমাদের অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম।’প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তাহলে কিভাবে থাকবে? সে জন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সে জন্য তারা আমাদের অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম।’

আরও খবর

                   

সম্পর্কিত