সারাদেশ

চট্টগ্রাম পৌঁছেছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৪:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম পৌঁছেছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক
চট্টগ্রাম পৌঁছেছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক ছবিঃ সংগৃহীত

জিম্মিদশা থেকে মুক্তির এক মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আব্দুল্লাহ ২৩ নাবিক।

জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে এমভি জাহান মনি-৩। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। নাবিকরা ইতোমধ্যে স্বজনদের সাথে কথাও বলেছেন। দীর্ঘদিন পর কাছে পেয়ে এই নাবিকদের অনেক স্বজন কেঁদেও ফেলেন। জলদস্যুদের কবলে থাকার দিনগুলোকে ”বিভিষীকার” দিন বলে আখ্যা দেন এই নাবিকদের বরণ করতে আসা একজন স্বজন। তিনি বলেন, সেই দিনগুলোকে আর মনে করতে চাই না।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এ হিসাবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাল।

আরও খবর

                   

সম্পর্কিত