জাতীয়

ফতুল্লায় গ্যাসলাইনে আগুন,১১ ঘণ্টা ধরে বন্ধ গ্যাস সরবরাহ

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ

ফতুল্লায় গ্যাসলাইনে আগুন,১১ ঘণ্টা ধরে বন্ধ গ্যাস সরবরাহ
ফতুল্লায় গ্যাসলাইনে আগুন,১১ ঘণ্টা ধরে বন্ধ গ্যাস সরবরাহ ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর দু’তলা সড়কের কাজ করার সময় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায়।

এতে অনেক উঁচুতে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা টিনের নয়টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

গ্যাস সরবরাহ কখন শুরু হতে পারে এমন প্রশ্নে তিতাসের নারায়নগঞ্জ জোনের ডিজিএম মামুনুর রশিদ জানান, কাজ চলছে। আশাকরি রোববার রাত ১২টা নাগাদ গ্যাস সরবরাহ শুরু হতে পারে।

জানা গেছে, শাসনগাঁও এলাকায় দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের জন্য রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে রাস্তার পাশের একটি ভবনের প্লাস্টিকের সুয়ারেজের বেশ কয়েকটি লাইন ও বিদ্যুতের তার পুঁড়ে যায়। এছাড়া ৮/৯টি টিনশেড দোকান পুঁড়ে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হন।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার জানান, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে দুতলা সড়কের কাজ চলছে। এ কাজের ভেকু চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। এজন্য গ্যাসের দুইটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে। দ্রুত পাইপটি মেরামতের কাজ চলছে। এ কাজ শেষ হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

আরও খবর

                   

সম্পর্কিত