জাতীয়

জনপ্রিয় ব্যান্ড”Odd Signature”এর ২ সদস্য দূর্ঘটনায় নিহত,আহত আরো শিল্পীবৃন্দ

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ১২:০১:৫২ প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় ব্যান্ড"Odd Signature''এর ২ সদস্য দূর্ঘটনায় নিহত,আহত আরো শিল্পীবৃন্দ
জনপ্রিয় ব্যান্ড"Odd Signature''এর ২ সদস্য দূর্ঘটনায় নিহত,আহত আরো শিল্পীবৃন্দ

আজ সকাল ১০ টার পর একটি পোস্টের মাধ্যমে তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।এতে বলা হয় জনপ্রীয় শিল্পী পিয়াল ও তাদের ড্রাইভার সালাম মারা গিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই পোস্টে লিখা ছিলো

“সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মক ভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।”

নিহত শিল্পীর খবর শুনে নেটিজেনদের মন ভেঙেছে।একাধিক সেলিব্রিটি এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত