সারাদেশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৪

  Ockotwali Mymensingh ৩০ মার্চ ২০২৪ , ৩:১৪:২৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৯/০৩/২০২৪ তারিখ গ্রেফতার ১৪জন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৯/০৩/২০২৪ তারিখ গ্রেফতার ১৪জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া

মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

Displaying 1.jpg
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৯/০৩/২০২৪ তারিখ গ্রেফতার ১৪জন।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মন (২৮), পিতামৃত-
সেন্টু মিয়া, মাতামৃত-রিনা বেগম, সাং-মালগুদাম, ০৮নং ওয়ার্ড সিটি কর্পোরেশন), এপি/সাং-চরকালিবাড়ী,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার
করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোছাঃ আনোয়ারা বেগম ওরফে আনু (৪০), পিতা-
ওহেদ আলী, স্বামী-শহিদুল ইসলাম, সাং-শষ্যমালা কানাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার
করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন ও ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। নিজাম উদ্দিন (৪৮), পিতা- মৃত মহর আলী,
মাতা- মৃত জহুরা খাতুন, সাং- চর হরিপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। ফরহাদ খান (২৪), পিতা-আওয়াল খান, মাতা-
ফরিদা খাতুন, সাং-গোহাইলকান্দি মীরবাড়ী, এপি/সাং-দাপুনিয়া চন্দের বাজার, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আল আমিন (২২), পিতা-জয়নাল, ২। এমদাদুল
হক (৩২), পিতা-আমজাদ আলী, ৩। মোঃ রেজাউল করিম (৩৮), পিতামৃত-জালাল উদ্দিন, সর্ব সাং-বোররচর
বনপাড়া, ৪। মোঃ কামরুল (৪৫), পিতামৃত-আঃ রশিদ, সাং-বোররচর মধ্যপাড়া, ৫। জাহাঙ্গীর আলম (২৭), পিতা-
কফিল উদ্দিন, ৬। হাসেম উদ্দিন (), পিতামৃত-ফয়েজ উদ্দিন, উভয় সাং-জফর মন্ডরের পাড়া, ৭। মোকসেদুল
ইসলাম (২৫), পিতামৃত-ছায়েদ আলী, সাং-পরানগঞ্জ চর শ্রীগলদী, সর্ব থানা-কোতোয়ালী জেলা-
ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। বিশাল (২৭), পিতা-হেলাল, সাং-উজান ঘাগড়া, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কামরুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান
পরিচালনা করিয়া ০২ টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মন (২৮), পিতা-মৃত সেন্টু মিয়া, বর্তমান : গ্রাম- চর কালীবাড়ী,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ
২।এমদাদুল হক, আলী হোসেন, সাং-চর দড়ি কুষ্টিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত