জাতীয়

অবন্তিকার আত্মহত্যা :জামিনে মুক্ত জবি প্রক্টর

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ১:০৬:১০ প্রিন্ট সংস্করণ

অবন্তিকার আত্মহত্যা:জামিনে মুক্ত জবি প্রক্টর
অবন্তিকার আত্মহত্যা:জামিনে মুক্ত জবি প্রক্টর ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়টির সাবেক সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। 

বুধবার বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে মামলায় অপর আসামি অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী কারাগারে রয়েছেন।তিনি বলেন, অধ্যাপক দ্বীন ইসলাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র আমাদের কাছে এসে পৌঁছার পর সন্ধ্যা ৬টার দিকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

গত ১৫ মার্চ রাতে কুমিল্লার বাগিচাগাঁও এলাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। আত্মহত্যার আগে তিনি নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন। সেখানে মৃত্যুর জন্য জবির তখনকার সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন।

আরও খবর

                   

সম্পর্কিত