প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৪:২৫:০২ প্রিন্ট সংস্করণ
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আহত হয়েছেন অন্তত ১০ জন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ও আব্দুল বাকির কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এসময় অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।সকালে ৯টার দিকে কেন্দ্র দখলের চেষ্টার সময় সদর উপজেলা পরিষদ আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের সমর্থকদের সাথে কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটারের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৮৬৩। ৫৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম মোহাম্মদ আলীর ছেলে আলী আফসার ও আবদুর রাজ্জাক নামের একজন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোমিনুল ইসলাম ও বজলুর রহমান। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।