প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৩:২৮:১৯ প্রিন্ট সংস্করণ
নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স।
উপপরিদর্শক কামাল আহমেদ আরও বলেন, গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন।
বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ইউএনওর হয় গাড়ি। এ ঘটনায় আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক সকালের দুনিয়াকে ইউএনওর দেহরক্ষী আল আমিন বলেন, `নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হন। স্যারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও তাঁর সহকারী মামুনকে আটক করা হয়েছে।’