সারাদেশ

বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচনের তারিখ ঘোষণা করায় সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে স্বস্তি

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৩:০১:২৯ প্রিন্ট সংস্করণ

বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচনের তারিখ ঘোষণা করায় সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে স্বস্তি
বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচনের তারিখ ঘোষণা করায় সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে স্বস্তি

বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচনের তারিখ ঘোষণা করায় সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে স্বস্তি

কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের ‘বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচন নিয়ে যেনো আলোচনা ও সমালোচনার শেষ নেই। বার বার নির্বাচন স্থগিত হওয়াতে সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে ছিল হতাশা।
অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করায় সমিতির সদস্য ও এলাকাবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক প্রার্থী নির্বাচনের প্রস্তুতি, প্রচার-প্রচারণা সেরে ফেলেছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের নতুন তারিখ। আগামী ৩০ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে বৃহত্তর পাহাড়তলী সমিতি’র নির্বাচন।
সমিতির সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অগঠনতান্ত্রিক উল্লেখে নির্বাচনী তফসিল স্থগিত এবং ২৪ ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ রাখার আবেদন জানিয়ে সমিতির সদস্য খোরশেদ আলম জেলা সমাজসেবা উপ-পরিচালক বরাবরে ০৮ ফেব্রুয়ারি আবেদন দাখিল করেন।
এ আবেদনের প্রেক্ষিতে খোরশেদ আলম উচিত প্রতিকারের প্রার্থনায় মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মহামান্য বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিন্নাতআরা হক এর আদালতে রিট পিটিশন ২০৮৭/২৪ দায়ের করেন।
বিগত ২০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্র্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল পরবর্তী ৬ মাসের জন্য স্থগিত করে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করার আদেশ দেন মহামান্য হাইকোর্ট।
আবার এ আদেশের বিরুদ্ধে সমিতির অপর সদস্য ছৈয়দ নূর মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ সমীপে বিগত ২৮/০২/২৪ইং সিভিল পিটিশন মামলা নং ৬৯১/২৪ দায়ের করলে মহামান্য বিচারপতি উক্ত আদেশ পরবর্তী ৮(আট) সপ্তাহের জন্য স্থগিত করেন।
উল্লেখিত সিভিল পিটিশন মামলার পতিপক্ষ খুরশেদ আলম হাজির হয়ে বিগত ২৮/০২/২৪ইং তরিখের আদেশ বাতিল চেয়ে বিগত ০৫/০৩/২৪ইং তারিখ দরখাস্ত দায়ের করলে মাহামান্য চেম্বার জজ এর বিচারপতি এম ইনায়েতুর রহিম গত ১৩/০৩/২৪ইং তারিখ মামালাটি দৈনিক কার্যতালিকা আনয়ন করেন। পরবর্তী ০৩/০৬/২৪ইং তারিখ আপিল বিভাগে পূর্ণাঙ্গ  বেঞ্চ শুনানীর জন্য দিন রাখেন।
এরমধ্যে ছৈয়দ নূর ডায়েরি সিভিল পিটিশন মামলায় প্রাপ্ত স্থগিত আদেশ অনুবলে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিগত ০৮/০৩/২৪ ইং তারিখ পুনরায় নির্বাচনের দিন ধার্য করলে রিট কারী খুরশেদ আলম, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার বিষয়টি সত্যতা যাচাই করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিগত ০৭/০৩/২৪ ইং তারিখ স্মারক নম্বর ৪১.০১.২২০০.০০০.০৪.০০৫.২৪.১৪৭ মূলে ০৮/০৩/২৪ ইং তারিখে নির্বাচন স্থগিত করেন।
আবার সমিতির অপর সদস্য ছাবের আহমদ উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার কর্তৃক প্রদত্ত নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা নম্বর ৩৪১০/২৪ দায়ের করলে বিগত ২০/০৩/২৪ইং তারিখ মহামান্য হাইকোর্ট বিগত ০৭/০৩/২৪ ইং তারিখে প্রদত্ত অফিস আদেশ পরবর্তী ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন। এ আদেশ সমিতির নির্বাচন কমিশন প্রাপ্ত হয়ে ২৭/০৩/২৪ইং তারিখ জরুরী ভিত্তিতে একখানা নোটিশ ইস্যু করে আগামী ৩০/০৩/২৪ ইং তারিখ শনিবার নির্বাচনের দিন ধার্য্য করেন।
এ বিষয়ে সমিতির সদস্যরা জানান, নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করার পরেও বার বার নির্বাচন স্থগিত হওয়ায় আমরা দুরচিন্তায় ছিলাম। অবশেষে নির্বাচনের নতুন তারিখ পেয়ে আমরা আনন্দিত।
উল্লেখ্য, বৃহত্তর পাহাড়তলী সমিতি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি সামাজিক সংগঠন। যার রেজি. নং-৩১৩/০৭। এ সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩১৩ জন।

ReplyForwardAdd reaction

আরও খবর

                   

সম্পর্কিত