জাতীয়

অপরাধীরাই পুলিশ,সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৯:৫২:৩৭ প্রিন্ট সংস্করণ

অপরাধীরাই পুলিশ,সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন সরকারি অফিস,সাংবাদিক বা বিভিন্ন স্পর্শকাতর পেশার পরিচিতি সম্বলিত ভুয়া স্টিকার গাড়িতে ব্যবহার করে অপরাধ বাড়ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ভুয়া এবং অবৈধ স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।বিভিন্ন সরকারি অফিস,সাংবাদিক বা বিভিন্ন স্পর্শকাতর পেশার পরিচিতি সম্বলিত ভুয়া স্টিকার গাড়িতে ব্যবহার করে অপরাধের মাত্রা বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ভুয়া এবং অবৈধ স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ এর সূত্রে জানা যায়,সম্প্রতি রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকার লাগানোর প্রবণতা বেড়েছে।

ভুয়া স্টিকার লাগানোর প্রবণতাও দেখা যাচ্ছে। একজন ব্যক্তি নিজের প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এর আড়ালে বড় ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন,”সাংবাদিকসহ সরকারি বেসরকারি যাদেরই পেশাগত কাজে গাড়ির স্টিকার প্রয়োজন তাদের সেটা ব্যবহার করার অধিকার আছে। যারা সাংবাদিক নয়, তারা যেন এটা ব্যবহার করতে না পারেন তার ব্যবস্থা করা দরকার। আর এই স্টিকার ব্যক্তিগত নয় প্রাতিষ্ঠানিক হওয়া দরকার। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করা উচিত।

এই অপরাধ দূর করতে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। ডিএমপি কমিশনারের নির্দেশনার পর ডিএমপির সব ট্রাফিক বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নেমেছে।

আরও খবর

                   

সম্পর্কিত