প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১:৩৮:৩৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাঝিয়াল বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে ছেলে ইকবাল (২১) নিহত
হাসপাতালে নেওয়ার পথে মা’রা যায় তার বাবা সাদেক মুন্সি(৪০)।
২৩ এপ্রিল রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।
ময়মনসিংহের তারাকান্দায় সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ১০ টাকার ছেঁড়া নোট নিয়ে বাগ্বিতণ্ডার জেরে দোকান মালিক ও তাঁর ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যায় ছেলে ইকবাল হোসেন।
রাত ৮টার দিকে বাজারে বাবা-ছেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইকবাল ও তাঁর বাবা সাদেক মুন্সীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত বাবা-ছেলেকে মমেক হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যান ইকবাল। এরপর আহত বাবাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।হাসপাতালে নেওয়ার পথে মা’রা যায় তার বাবা সাদেক মুন্সি(৪০)।