প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১২:০০:৫১ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার-চট্টগ্রাম রেল পথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।বুধবার ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে।চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে।ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্টোশন মাস্টার।