সকালের দুনিয়া ডেস্ক 24 December 2024 , 12:38:46 প্রিন্ট সংস্করণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত টাইমফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত ‘যৌক্তিক সময়’ দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ সঙ্গী গণঅধিকার পরিষদ ও এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি। সুতরাং ওই সময় নিয়ে আমরা অবগত নই। কী কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইমফ্রেম দেওয়া হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদিও এই নিয়ে অনেকে অনেক কথা বলছে। ফলে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সরকারের ঘোষিত ট্রাইমফ্রেমে আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না।