প্রচ্ছদ

অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি

  ‎আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ ২৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০) ১২ই মার্চ ২০২৪ যাত্রা শুরু করে। তবে উদ্বোধনের পরদিন থেকেই ট্রেনটি নিয়মিত চলাচল করে ঢাকা-লালমনিরহাট পর্যন্ত। এতে সুবিধাবঞ্চিত হয়ে পারে পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ। সব জল্পনা কল্পনার পরে অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি।

‎আজ ২৩ডিসেম্বর (সোমবার) এমনি এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ রেলওয়ে। প্রজ্ঞাপনে উল্লেখ্য থাকে যে, পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকেই বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০) সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে চলাচল করবে।

‎উল্লেখ্য, দীর্ঘ ১২বছর প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ই মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের পরদিন থেকেই ট্রেনটি নিয়মিত চলাচল করে লালমনিরহাট-ঢাকা রুটে। ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। এতে সুবিধাবঞ্চিত পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার সচেতন মানুষ একজোট হয়ে গত ১৫ই ডিসেম্বর দাবি পূরণের লক্ষ্যে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা স্টেশনে রেলপথ অবরোধ করে। ফলে বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে, বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা স্টেশনে ও একই পথে আদিতমারী স্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়ে। একই সেদিন দাবিতে বিকেলে হাতীবান্ধা বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েন স্থানীয়রা। ফলশ্রুতিতে ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা।

‎এরই ফলাফল হিসেবে আজ রেলওয়ে কর্তৃপক্ষ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী পর্যন্ত পরিচালনা প্রসঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ্য যে, যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনায় সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত