সারাদেশ

লালমনিরহাটে হিসাব রক্ষক কর্মকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

  ‎লালমনিরহাট প্রতিনিধিঃ ২২ ডিসেম্বর ২০২৪ , ৮:২৬:১২ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাব রক্ষক অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই কলেজ ছাত্রীর বাবা এ ঘটনায় সিরাজুল ইসলামসহ ৭ জনকে আসামী করে গত ২৭ নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২৬ নভেম্বর দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় ওই কলেজ ছাত্রী এমন দাবী তার বাবার।

‎থানায় দায়েরকৃর্ত অভিযোগে ওই ছাত্রীর বাবা দাবী করেন, হাতীবান্ধা হিসাব রক্ষক অফিসার সিরাজুল ইসলামসহ অন্য আসামীরা তার মেয়েকে অপহরণ করে মাইক্রোবাস যোগে নিয়ে যায়। তার মেয়েকে দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র রুহুল আমিন নামে এক যুবক বিয়ের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় রুহুল আমিন ও সিরাজুল ইসলামসহ অন্য আসামীরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ২৭ নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও গত ২৬ দিনেও অপহরণের শিকার ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপর একটি সুত্র বলছে, ছেলে-মেয়ে দুই জন পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।

‎হাতীবান্ধা উপজেলা হিসাব রক্ষক অফিসার  সিরাজুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা অহেতু তাকে দোষারোপ করছেন। এ ঘটনার সাথে তিনি জড়িত নয়। তাকে হয়রানী করতে তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
‎হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, অপরহনের শিকার কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশী অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত