প্রচ্ছদ

শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য

  সকালের দুনিয়া ডেস্ক ২০ ডিসেম্বর ২০২৪ , ৩:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।

বলা যায়, জয়ার জামদানির সেই সমালোচনার রেশ সেভাবে না কাটতে আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সদ্য সামাজিক মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার। বিষয়টি খোলাসা করে বললে, এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।
এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

আরও খবর

                   

সম্পর্কিত