প্রচ্ছদ

শেরপুরের ঝিনাইগাতীতে জেলাশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ১৯ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হল রুমে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসাবে যোগদান করে দেশের কৃষকরাই মূল শক্তির উৎস মন্তব্য করে কৃষকদের উন্নয়নের জন্যে সরকার কাজ করবে বলে জানান । তিনি আরো বলেন মহারশি নদীর বেরীবাধ নির্মাণ, অবকাশ পর্যটন কেন্দ্র কাজ ও সংস্কার করা, অবৈধ ভাবে নদীর জায়গা দখলদারদের বিরুদ্ধে অভিযান, নদীর পানি নিস্কাশনের ব্যবস্থা, বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা সহ সকল সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কাজ করবেন । অবৈধ ভাবে বালু উত্তোলনে যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না । অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান আছে সবাই সতর্ক থাকেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সচেতন মহলকে কাজের সহযোগিতা করার আহব্বান রাখেন । তার বক্তব্যের আগে উপজেলার হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী দপ্তরের প্রধান, সূশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উপজেলার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি আল আমিন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর আকন্দ, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, জামায়াতের আমির নূর ইসলাম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস,কে সাত্তার, গোলাম রব্বানী-টিটু, ছাত্র সমন্বয়ক শাহিন আলম প্রমুখও । উপজেলার উন্নয়নে সকলের বক্তব্য শুনে প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বাস্তবায়নের আশ্বাস প্রদান করে সরকারের উপরের মহলকে অবহিত করবেন বলে জানান ।

আরও খবর

                   

সম্পর্কিত