সকালের দুনিয়া ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৪ , ৮:০১:২১ প্রিন্ট সংস্করণ
ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্য-চলচ্চিত্র নিয়ে কথা বলার সময়ে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
আর সেখানেই তার সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকে নিয়ে কথা বলেছেন। নিজের এক প্রেমিকের পরামর্শে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি, একথাও জানিয়েছেন।
ওই সাক্ষাৎকারে অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিকের নাম না করেই বলেন, ‘ওই ব্যক্তিই আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্য কোনও বিকল্প ছিল। তবে তিনি আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন আর আমি ভালোবাসার কারণে রাজি হয়ে গিয়েছিলাম।’