শেরপুর প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ৭:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৮ জুন শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘নিশ্চিহ্নের পথে গারো পাহাড়ের জীব বৈচিত্র্য’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৭ তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন সিপিবি শেরপুর সদর উপজেলার সভাপতি দেবদাস চন্দ,দেশ টিভির শেরপুর জেলা প্রতিনিধি রফিক মজিদ,অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক কার্তিক সাহা,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর প্রভাষক স্বপ্না চক্রবর্তী। উপস্থাপনা করেন মানিক সাহা।এছাড়াও উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য পরিষদ,শিক্ষক,কবি খালিদুর রহমান শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট মেহেদী হাসান শামীম,প্রভাষক রেজাউল করিম,গাঙচিল সাহিত্য পরিষদ শেরপুর সদর উপজেলার সভাপতি এমএইচ মুকুল,সংস্কৃতিমান সায়েদুল ইসলাম,শিক্ষক মাহমুদুল আহসান,নাট্যজন আমিনুল ইসলাম,শিক্ষক অরুপ দেবনাথ,শিক্ষক শান্তি সাহা,সংগীত শিক্ষক মনি গাঙ্গুলী, শিক্ষক শঙ্করী সূত্রধর, সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন কবি রফিক মজিদ,কবি জাহাঙ্গীর আলম,কবি খালিদুর রহমান,অরুপ দেবনাথ,চন্দ্রিকা দ্যুতি,মিথিল সাহা।অভিনয় করেন শিশু শিক্ষার্থী অভি,তিথি,তীর্থ,শুভজিৎ।