সাহিত্য

‘সাহিত্যে,সংস্কৃতিতে বর্ষা’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৬তম আসর অনুষ্ঠিত

  শেরপুর প্রতিনিধিঃ অমিত চক্রবর্তী ২১ জুন ২০২৪ , ৭:১২:০৮ প্রিন্ট সংস্করণ

'সাহিত্যে,সংস্কৃতিতে বর্ষা' শিরোনামে একুশে পাঠচক্রের ৪৬তম আসর অনুষ্ঠিত
'সাহিত্যে,সংস্কৃতিতে বর্ষা' শিরোনামে একুশে পাঠচক্রের ৪৬তম আসর অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২১ জুন শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘সাহিত্যে,সংস্কৃতিতে বর্ষা’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৬ তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক,কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ,শিক্ষক,ছড়াকার আশরাফ আলী চারু,শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,শিক্ষক জাহিদুল ইসলাম,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,কবি শামছুল হক শামীম,কবি জোবাইর আহমাদ,ছড়াকার শহীদুল ইসলাম ফকির।উপস্থাপনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শিক্ষক কার্তিক সাহা,শিক্ষক,বংশীবাদক ছামেদুল ইসলাম,সংস্কৃতিমান ছাইদুল ইসলাম,শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শিক্ষক আবু সাদাত মোহাম্মদ মুসা,ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল,মিঠু তালুকদার,নান্দনিক ফুটবলার পনির খান, শিক্ষক অরূপ দেবনাথ,সমাজ সেবক বিশ্ব সাহা,সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলী,সাংবাদিক অমিত চক্রবর্তী,সংস্কৃতিমান এ কুদ্দুছ খান প্রমুখ।
দ্বিতীয় পর্বে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক,বংশীবাদক ছামেদুল ইসলাম এছাড়াও গান পরিবেশন করেন তাপস্বী সাহা,মনি গাঙ্গুলী,প্রথম গাঙ্গুলী,বৃন্দা সাহা।আবৃত্তি করেন আব্দুর রহমান তালুকদার,অরুপ দেবনাথ।অভিনয় করেন শিশু শিক্ষার্থী অভি,তিথি,শুভজিৎ।

আরও খবর

                   

সম্পর্কিত