এম এ ওয়াজেদ ১১ জুন ২০২৪ , ২:২২:৫৩ প্রিন্ট সংস্করণ
বঙ্গীয় পেনিনসুলার রক্ত-স্রাবিত বিজয়ী পতাকায়
আজো আমি হারানো ভূখণ্ড খুঁজে ফিরি
বিভ্রান্তির সুশোভিত পেশাদার ঝরনাকলম
ভুলে যায় রাজনৈতিক চৌহদ্দির মেট্রোরেল
দৃশ্যমান কপটের আমন্ত্রিত ভোজসভায়
মেধাস্বত্ব বিক্রি করে স্বর্গের অপ্সরা ।
রাশিচক্রের খাঁজকাটা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
তরল মণ্ডের বিকলাঙ্গ ধূসর বিভীষিকা
অস্তিত্বহীন কল্পনার আয়ু বর্ধিত হয়
বর্ধিত হয় রাজসিক অন্ধকারের তৃষ্ণার্ত ফ্যাশন
দৈন্যতার ইউটোপিয়ান আরজিতে
পৌরাণিক ছন্দভঙ্গের প্রত্যাশিত অভিশংসন ।
ফিরে আসে ইতিহাসের নিমকহারাম সমাবর্তন
মিথ্যাবাদী নক্ষত্রপূজারীরা ভাগ্য গণনা করতেই থাকুক
আকাঙ্ক্ষার পেটুক বালিশগুলো
উপদেশ দিতেই থাকুক অলংকারমিশ্রিত সাধু ভাষায়
মুণ্ডিত কেশের ভারপ্রাপ্ত কর্মচারী
শিরচ্ছেদ করুক রম্যরচনার লতানিয়া নিব
আমি বরং হারানো ভূখণ্ডের মহীসোপান খোঁজ করি ।
আমার মানচিত্রে একদিন গৌড় ছিল
তার শরীরে শোভা পেত মালদহ
মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান
লিপ্তপদ ভূমিদস্যু মাংসাশী প্রাণীর
হিংস্র জিহ্বা তা খেয়ে ফেলেছে ।
আমার ব্যথিত পতাকায় একদিন উত্তর রাঢ় ছিল
তার নগরচত্বরে বর্ধমান জেলার কাটোয়া
মুর্শিদাবাদের পশ্চিমাংশ
সৃষ্টি সুখের উল্লাসে মুখরিত ছিল
দক্ষিণ রাঢ়ের হুগলি হাওড়া
বর্ধমানের দক্ষিণাংশ আমার পতাকার অংশ ছিল ।
আমি মেদিনীপুর জেলার তমলুক
তাম্রলিপ্তের হারানো ইতিহাসের কথা বলছি
ঐতরেয় আরণ্যক গ্রন্থের কথা বলছি
কামরূপ জনপদের কথা বলছি
জলপাইগুড়ি আসামের কামরূপ জেলা
রাজধানী কর্ণসুবর্ণের কথা বলছি
বলছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কথা
অস্থির সম্প্রসারিত কলহবিবাদে
ভেঙে গেছে বদ্বীপের রেলগাড়ির বগি
খবরদারির অবাঞ্ছিত কর্তৃত্বের ছিদ্র মোজায়
অবিরাম নিঃসরিত হয় রোগগ্রস্ত মোক্তারনামা ।